আসসালামু ওয়ালাইকুম, আশাকরি ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দুটো আলাদা সেক্টরের হলেও আমরা মনে করি একটির সাথে অন্যটির যথেষ্ট সম্পৃক্ততা রয়েছে। মূলত এই সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে এই কোর্সটি সাজানো হয়েছে। তাহলে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আসসালামু ওয়ালাইকুম, আশাকরি ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দুটো আলাদা সেক্টরের হলেও আমি মনে করি একটির সাথে অন্যটির যথেষ্ট সম্পৃক্ততা রয়েছে। মূলত এই সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে এই কোর্সটি সাজানো হয়েছে। তাহলে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

কোর্সসমূহ

ডিজিটাল মার্কেটিং

ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন

এডমিশনের পূর্বে অবশ্যই কোর্স মডিউল এবং নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ে নিবেন। তারপর যেভাবে এডমিশন নিবেন।

নির্দেশাবলী

  • এডমিশন নেয়ার পূর্বে অবশ্যই কোর্স মডিউল দেখে-বুঝে এডমিশন নিবেন। 
  • ইংরেজিতে আপনাকে দক্ষ থাকতে হবে। বেসিক ইংরেজি জানা না থাকলে দয়া করে এডমিশন নিবেন না।
  • আপনি চাকুরীজীবী কিন্তু পাশাপাশি এই কোর্সটি করতে আগ্রহী তাহলে আপনি সাপোর্ট নাম্বারে যোগাযোগ করে এডমিশন নিবেন।
  • আপনি বেশি ব্যস্ত মানুষ হলে এডমিশন নিবেন না। অনেক সময় দেখা যায় ক্লাস চলাকালীন নানান ব্যস্ততা দেখানো হয়। সুতরাং কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য নয়।
  • ক্লাস চলাকালীন ইনকামের আশায় এডমিশন নিবেন না। আমরা ইনকামের কোনো গ্রান্টি দিচ্ছি না। আমাদের কাজ হচ্ছে আপনাকে শেখানো, সঠিক গাইডলাইন দেয়া। আপনার  ইনকাম নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর।
  • কাজ শেখার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস- প্র্যাকটিস এবং প্র্যাকটিস করতে হবে। আপনার লক্ষ্যে পৌঁছানো অবধি আপনাকে ধৈর্যশীল হতে হবে।
  • এডমিশন নেয়ার পর কোনো সমস্যা দেখিয়ে রিফান্ড চাইলে রিফান্ড করা হবে না।
  • যাদের দুই নৌকায় পা রাখা মানে বিদেশে প্রোসেসিং চলছে আবার এই কোর্সে এডমিশন নিবেন ভাবছেন আপনারা দয়া করে এডমিশন নিবেন না।
  • এই কোর্সটি করতে হলে অবশ্যই আপনার একটি ল্যাপটপ (Laptop) অথবা ডেক্সটপ (Desktop) থাকতে হবে। পাশাপাশি ইন্টারনেট কানেকশন (Internet Connection) থাকতে হবে। অবশ্যই এগুলো ব্যবস্থা করে এডমিশিন নিতে হবে।
  • অনলাইনে ক্লাস চলাকালীন নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

যেভাবে এডমিশন নিবেন

সাপোর্ট নাম্বারে যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিবেন।
Pubali Bank অথবা NCC Bank এ আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার পেমেন্ট রিসিটটির একটি ছবি তুলে What’sApp এ দিতে হবে এবং রিসিটি আপনার কাছে যত্নে রাখবেন।
Bkash এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তবে Bkash Charge আপনাকে দিতে হবে।
Support & What’sApp Number: +8801601762098

Copyright © 2021 freelancermunim

Scroll to Top